Saturday, September 3

ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১৪, আহত ৬৭

ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১৪, আহত ৬৭
কানাইঘাট নিউজ ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের নিজ শহর দাভাওতে এক বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ হামলার আরো ৬৭ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মার্কো হোটেলের সামনে রাতের বাজারে এ বোমা হামলার ঘটনাটি ঘটে।

সাপ্তাহিক ছুটিগুলোতে দুতার্তে সাধারণত দাভাওতেই থাকেন, প্রায়ই মার্কো পোলো হোটেলে আসেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এই হোটেলে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। তবে এ সময় প্রেসিডেন্ট দুতার্তে দাভাওতেই ছিলেন, তবে ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না।

বোমা হামলার জেরে শনিবার ফিলিপাইনজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছেন তিনি। ফিলিপাইনের আইনে যাকে বলা হয় ‘স্টেইট অব ললেসনেস’। এই সতর্কতা জারি থাকার অর্থ হল, বেআইনি সহিংসতা দমনে প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে সেনাবাহিনী নামাতে পারবেন।

দুই দশকেরও বেশি সময় ধরে এক সময়ের অপরাধপ্রবণ শহর দাভাওয়ের মেয়র ছিলেন দুতার্তে। এই শহরের অপরাধ দমনে পাওয়া সাফল্যের কারণেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি।

ফিলিপাইনের ‘অসাধারণ সময়ে’ এ বোমা হামলা চালানো হয়েছে মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, 'সহিংসতার কারণে দেশজুড়ে স্টেট অব ললেসনেস ঘোষণা করতে বাধ্য হচ্ছি আমি, তবে এটি সামরিক আইন নয়। জনগণ ও জাতির বিরুদ্ধে হুমকি হয়ে না ওঠা পর্যন্ত এটি সামরিক আইন নয়, এই দেশকে রক্ষা করা আমার দায়িত্ব।'

৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে মাদক অপরাধের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন দুতার্তে, এতে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ অভিযানের জেরেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

এ পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়