কানাইঘাট নিউজ ডেস্ক: অফ
ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে গতকালও আফগানদের সঙ্গে সুবিধা করতে পারেন নি
সৌম্য সরকার। তবে আশা হারাচ্ছেন না দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বলছেন, সৌম্যের ঘুরে দাঁড়ানোর জন্য একটি ইনিংসই যথেষ্ট।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও সময়টা ভালো যায়নি এই মারকুটে ওপেনারের। রোববার আফগানিস্তানের বিপক্ষে রানের খাতা খোলার আগেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে শুন্য রানে আউট হয়াটাকেও স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি।
সুজন বলেন, ‘ওইরকম হতেই পারে। ছোটবেলা থেকেই দেখেছি, ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমার মনে হয় সৌম্য একজস ক্লাস খেলোয়াড়, ওর শুধু একটি ইনিংসের দরকার হয়তো তাতেই ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে সে নিজেকে একজন ক্লাস খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে। আমরা এটা নিয়ে আসলে চিন্তিত না। আমি আমার কথা বলছি, পুরো কোচিং স্টাফদের কথা বলছি না, মনে হয় একটা ভালো ইনিংস খেললেই ও আবার ফিরে পাবে নিজেকে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই খারাপ সময় যাচ্ছে ১৭ ওয়ানডে ম্যাচে ৪৬.১৩ গড়ে ৬৯২ রান করা বাঁ-হাতি এই ব্যাটসম্যানের। এরপর ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ পাঁচ ম্যাচের রান যথাক্রমে ১৪, ৯, ৪৭, ২৮ ও ৪০। অর্থাৎ, এখানেও নিজেকে ফিরে পাননি সৌম্য।
কিন্তু সর্বশেষ ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন দলের পক্ষে অন্যতম সেরা রান সংগ্রাহক! গেল বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে তার রান ছিলো ২৭, ৮৮*, ৯০। সেদিক থেকে বিচার করতে গেলে ওয়ানডেতে এখনো ফর্মেই রয়েছেন সৌম্য। সেক্ষেত্রে সর্বশেষ সিরিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ফিরবেন তিনি, এমনটাই চাইছে সবাই।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও সময়টা ভালো যায়নি এই মারকুটে ওপেনারের। রোববার আফগানিস্তানের বিপক্ষে রানের খাতা খোলার আগেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে শুন্য রানে আউট হয়াটাকেও স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি।
সুজন বলেন, ‘ওইরকম হতেই পারে। ছোটবেলা থেকেই দেখেছি, ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমার মনে হয় সৌম্য একজস ক্লাস খেলোয়াড়, ওর শুধু একটি ইনিংসের দরকার হয়তো তাতেই ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে সে নিজেকে একজন ক্লাস খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে। আমরা এটা নিয়ে আসলে চিন্তিত না। আমি আমার কথা বলছি, পুরো কোচিং স্টাফদের কথা বলছি না, মনে হয় একটা ভালো ইনিংস খেললেই ও আবার ফিরে পাবে নিজেকে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই খারাপ সময় যাচ্ছে ১৭ ওয়ানডে ম্যাচে ৪৬.১৩ গড়ে ৬৯২ রান করা বাঁ-হাতি এই ব্যাটসম্যানের। এরপর ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ পাঁচ ম্যাচের রান যথাক্রমে ১৪, ৯, ৪৭, ২৮ ও ৪০। অর্থাৎ, এখানেও নিজেকে ফিরে পাননি সৌম্য।
কিন্তু সর্বশেষ ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন দলের পক্ষে অন্যতম সেরা রান সংগ্রাহক! গেল বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে তার রান ছিলো ২৭, ৮৮*, ৯০। সেদিক থেকে বিচার করতে গেলে ওয়ানডেতে এখনো ফর্মেই রয়েছেন সৌম্য। সেক্ষেত্রে সর্বশেষ সিরিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ফিরবেন তিনি, এমনটাই চাইছে সবাই।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়