Sunday, September 11

রোনালদো গোল পাওয়ায় খুশি জিদান

রোনালদো গোল পাওয়ায় খুশি জিদান

কানাইঘাট নিউজ ডেস্ক: নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৫-২ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন রোনালদো।

চোট কাটিয়ে মাঠে ফেরার ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো গোল পাওয়ায় দারুণ খুশি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

পর্তুগালের হয়ে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জেতা ইউরোর ফাইনালে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন রোনালদো। এর পর গত শনিবারই প্রথম কোনো ম্যাচ খেললেন তারকা এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে জিদান বলেন, “আমি আশা করি, সে অনেক গোল করবে। একেক করে সে সব রেকর্ড ভাঙছে এবং আমি নিশ্চিত, চ্যাম্পিয়ন্স লিগে সে ১০০ গোল করবে।”

৬৬তম মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়ে করিম বেনজেমাকে নামান জিদান। পর্তুগাল অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বলেই এটা করেছেন বলে জানান রিয়াল কোচ।

“আমি তার (রোনালদো) সঙ্গে কোনো আলোচনা করিনি। আমি তাকে মাঠে দেখাটা উপভোগ করেছি। আমি সব সময় তাকে আমার সঙ্গে চাই। দেখি বুধবার সে কতক্ষণ খেলে। আগামী ২১ দিনে আমাদের সাতটি ম্যাচ আছে।”

আগামী বুধবার স্পোর্তিংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করবে রিয়াল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়