কানাইঘাট নিউজ ডেস্ক: গির্জা
থেকে অপহরণ করার কয়েক ঘন্টা পর মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে সোমবার দুই
ধর্মযাজকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে, মেক্সিকোর সংঘাতপূর্ণ ভেরাক্রজ
রাজ্যের রোজারিকায় অবস্থিত একটি গির্জা থেকে রোববার বন্দুকধারীরা এ দুই
যাজককে অপহরণ করে।
তেজিউতলানে বিশপ সম্মেলনে ফাদার গুয়েরারো এএফপিকে বলেন, ‘তারা জোরপূর্বক দুই যাজক এবং গির্জার এক ভান্ডার রক্ষককে তুলে নিয়ে যায়।’
তবে পরে ওই ভান্ডার রক্ষক বন্দুকধারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দুই যাজকের বুলেটবিদ্ধ লাশ উদ্ধার করা হয় বলে ওই মুখপাত্র জানান। এ দুই যাজককে যেখান থেকে অপহরণ করা হয়েছিল তার পার্শ্ববর্তী পাপান্টলা পৌরসভার একটি সড়কের পাশে তাদের লাশ ফেলে রেখে যায় বন্দুকধারীরা।
রোমান ক্যাথলিক দেশে যাজকদের বিরুদ্ধে এমন সহিংস ঘটনায় মেক্সিকান ইপিসকোপাল কনফারেন্স শোক প্রকাশ করে এর কঠোর সমালোচনা করে।
সম্মেলনের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করছি কর্তৃপক্ষ এ ঘটনার কারণ উদঘাটন করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
তেজিউতলানে বিশপ সম্মেলনে ফাদার গুয়েরারো এএফপিকে বলেন, ‘তারা জোরপূর্বক দুই যাজক এবং গির্জার এক ভান্ডার রক্ষককে তুলে নিয়ে যায়।’
তবে পরে ওই ভান্ডার রক্ষক বন্দুকধারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দুই যাজকের বুলেটবিদ্ধ লাশ উদ্ধার করা হয় বলে ওই মুখপাত্র জানান। এ দুই যাজককে যেখান থেকে অপহরণ করা হয়েছিল তার পার্শ্ববর্তী পাপান্টলা পৌরসভার একটি সড়কের পাশে তাদের লাশ ফেলে রেখে যায় বন্দুকধারীরা।
রোমান ক্যাথলিক দেশে যাজকদের বিরুদ্ধে এমন সহিংস ঘটনায় মেক্সিকান ইপিসকোপাল কনফারেন্স শোক প্রকাশ করে এর কঠোর সমালোচনা করে।
সম্মেলনের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করছি কর্তৃপক্ষ এ ঘটনার কারণ উদঘাটন করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়