Friday, September 23

কিম জং উনকে হত্যার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া


কানাইঘাট নিউজ ডেস্ক: পারমাণবিক হামলা হলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হত্যা করবে, এমন পরিকল্পনার কথা স্বীকার করেছে দক্ষিণ কোরিয়া। এজন্য তাদের একটি বিশেষ বাহিনী তৈরি হয়ে আছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ‘কিম জং উনকে হত্যার পরিকল্পনা করে রেখেছি। আক্রমণের শিকার হলে উত্তর কোরিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল ধ্বংস করে দেয়ার মতন মিসাইল নিয়ে আমরা তৈরি। তার পাশাপাশি উত্তর কোরিয়ার নেতৃত্বকেও শেষ করে দেয়া হবে’- পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হান মিন কু। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে চরমে উঠেছে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা করতে না করতেই কিছুদিন আগে হঠাৎ করেই বড় সড় একটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিষ্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া। সে্ই বিষ্ফোরণে পাঁচ মাত্রার ভুকম্পন সৃষ্টি হয় যা দক্ষিণ কোরিয়া থেকেও অনুভূত হয়। এর পর পরই দুই দেশের মধ্যে যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত রূপ নেয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পাল্টা আক্রমণ এবং কিম জং উনকে হত্যার পরিকল্পনা আসলে সর্বশেষ পন্থা হিসেবে ভেবে রেখেছেন তারা। এদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলেছে দুই দেশের মধ্যকার যুদ্ধাবস্থাকে আরো ঘোলাটে করার জন্য। পঞ্চম পরীক্ষামূলক বিষ্ফোরণের পর যুক্তরাষ্ট্রের বি ওয়ান বি বোমারু বিমান উত্তর কোরিয়ার আকাশ প্রদক্ষিণ করে। এটিকে তাদের নিরাপত্তার উপর এক ধরনের হুমকি বলেই মনে করছে উত্তর কোরিয়া। মোটের উপর বলা যায় ধীরে ধীরে পুরো পরিস্থিতি একটি যুদ্ধের দিকেই এগুচ্ছে যেটা সারা পৃথিবীকে আরেকটি পারমাণবিক বোমা হামলার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেও দিতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়