কানাইঘাট নিউজ ডেস্ক:
বজ্রপাতে নিহত ব্যক্তির শরীর প্রাকৃতিক চুম্বকে পরিনত হয় বলে অনেকের ধারনা।
কিন্তু এটা আসলেই ভুল ধারণা৷ আর সে জন্যই আগে বজ্রপাতে ব্যক্তির লাশ প্রায়
চুরি হওয়ার ঘটনা ঘটতো। কিন্তু মানুষ এখন জানে যে এতে তেমন কোনো বিশেষত্ব
নেই তাই এখন চুরি হওয়ার প্রবণতা অনেক কমে গেছে৷
তবে এখনও বেশ কিছু ভুল ধারণা মানুষের মাঝে প্রচলিত আছে। এসব কারনে এখনো লাশ চুরি হওয়ার ঘটনা ঘটে৷ বজ্রপাতে মৃত ব্যাক্তির শরীরের বিশেষ বিশেষ হাড় প্রেত সাধনার কাজে ব্যাবহৃত হয়। যারা এসবে বিশ্বাস করে, তাদের মতে মৃত মানুষের কিছু হাড় দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা সম্ভব। তবে মৃত মানুষের চেয়ে বজ্রপাতে মৃত মানুষের হাড় নাকি এক্ষেত্রে অনেক বেশী কার্যকর।
আসরে মূল কথা হলো, যেখানে বজ্রপাত হয় তার আশে পাশে খনিজ টুকরা পাওয়া যায়। পাহাড়ীরা ঐসব খনিজ টুকরা সংগ্রহ করে রাখে কারণ তাদের বিশ্বাস এই খনিজ পদার্থ ঝাঁড় ফুকে ভালো কাজ দেয়।
ঐ সূত্র ধরে যেসব ব্যাক্তির উপর বজ্র সরাসরি আঘাত হানে খনিজ পর্দাথটি পাওয়ার সম্ভাবনা থাকে সেই শরীরে।, তবে মানুষ হুজুগে এই লাশ চুরি করে আর পরে মাথা চুলকায়।
তবে এখনও বেশ কিছু ভুল ধারণা মানুষের মাঝে প্রচলিত আছে। এসব কারনে এখনো লাশ চুরি হওয়ার ঘটনা ঘটে৷ বজ্রপাতে মৃত ব্যাক্তির শরীরের বিশেষ বিশেষ হাড় প্রেত সাধনার কাজে ব্যাবহৃত হয়। যারা এসবে বিশ্বাস করে, তাদের মতে মৃত মানুষের কিছু হাড় দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা সম্ভব। তবে মৃত মানুষের চেয়ে বজ্রপাতে মৃত মানুষের হাড় নাকি এক্ষেত্রে অনেক বেশী কার্যকর।
আসরে মূল কথা হলো, যেখানে বজ্রপাত হয় তার আশে পাশে খনিজ টুকরা পাওয়া যায়। পাহাড়ীরা ঐসব খনিজ টুকরা সংগ্রহ করে রাখে কারণ তাদের বিশ্বাস এই খনিজ পদার্থ ঝাঁড় ফুকে ভালো কাজ দেয়।
ঐ সূত্র ধরে যেসব ব্যাক্তির উপর বজ্র সরাসরি আঘাত হানে খনিজ পর্দাথটি পাওয়ার সম্ভাবনা থাকে সেই শরীরে।, তবে মানুষ হুজুগে এই লাশ চুরি করে আর পরে মাথা চুলকায়।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়