Monday, September 5

ঈদে সংগীতার ব্যানারে আসছে কামরুলের 'প্রেম'

ঈদে সংগীতার ব্যানারে আসছে কামরুলের 'প্রেম'

কাহহার সামি: মিউজিক লেবেল সংগীতার ব্যানারে মিক্সড এ্যালবাম 'সন্ধি বিচ্ছেদ'-এ আসছে তরুন শিল্পী কামরুলের প্রেম গানটি। গানটির সুর ও গীতিকার কামরুল নিজেই। গানটিতে সহশিল্পী হিসেবে গেয়েছেন ছায়ানটের উদিয়মান শিল্পী কনক। গানটির মিউজিক ডিরেক্টর বাংলাদেশ ব্যান্ড এর গিটারিস্ট রাজীব।

এই গান সমন্ধে কামরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, গানটি স্যাড রোমান্টিক ধাঁচের। তিনি আরো বলেন, সংগীত পরিচালক রাজীব ভাই অনেক সুন্দর মিউজিক করেছেন এবং আমার সহশিল্পী কনকও অনেক ভালো গেয়েছেন। আশা করি গানটি শ্রোতাদের অনেক ভাল লাগবে।

এই এ্যালবাম এ অন্যান্য যে সব শিল্পী থাকছেন- ক্লোজআপ ওয়ানের সালমা, রোদ্দুর হাসি গানের শিল্পী নিরব, আর জে আঁখি, ললিতা গানের শিল্পী সুমি শবনমসহ আরও অনেকে ।

উল্লেখ্য, এর আগে শিল্পী কামরুলের জি সিরিজ, লেজার ভিশন এবং গীতালি থেকে বেশ কয়েকটি মিক্সড এ্যালবাম রিলিজ হয়েছিল। কামরুলের 'জোছনা চিঠি' গানটি অনেক শ্রোতাপ্রিয়তা অর্জন করে এবং গ্রামীনফোনের ওয়েলকাম টিউন হিসাবে ব্যাপক সাড়া পেয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়