Wednesday, September 28

কেন্দ্রীয় শহীদ মিনারে কবির মরদেহ

কেন্দ্রীয় শহীদ মিনারে কবির মরদেহ

কানাইঘাট নিউজ ডেস্ক: আজ বেলা সোয়া ১১টার দিকে সৈয়দ হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।বেলা ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সর্বস্তরের মানুষ সেখানে কবির প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানাবেন।

এরপর সব্যসাচী কবির মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। জানাজার পর তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে জন্মস্থান কুড়িগ্রামে। সেখানে সরকারি কলেজ মাঠের পাশে তার নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হবে।

এদিকে সকাল সোয়া ১০টার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চ্যানেল আই পরিবারের সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের ঢল নামে।

সেখানে প্রথম জানাজা শেষে সৈয়দ হকের মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়