কানাইঘাট নিউজ ডেস্ক:
অ্যাসোসিয়েশন ফর ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট (এসিডি) কানাইঘাট শাখার উদ্যোগে দ্বিতীয় এসিডি গণিত অলিম্পিয়াড ২০১৬ পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসিডির সহ-সভাপতি মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরীফ উদ্দিন আহমদ এবং যুগ্ম সাধারন সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কৌশল বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মো. জহির বিন আলম।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ। বিভিন্ন শিক্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধাকে শাণিত করতে হবে। এসিডির এই গণিত অলিম্পিয়াড পরস্কার শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক প্রতিযোগীতায় উৎসাহ জোগাবে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয় । দেশের শিক্ষার্থীদের মেধাকে তীক্ষè করতে গণিত অলিম্পিয়াড কার্যকর ভূমিকা রাখবে।
ড. মো. জহির আরো বলেন, প্রত্যেক পরিবারে অভিভাবক তাদের সন্তানদের যুগোপযোগী শিক্ষার মাধ্যমে তাদের মাঝে মানবতাবোধ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। এছাড়াও প্রত্যেক নাগরিককে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম।
বক্তব্য রাখেন, এড. আজমল আলী, ওয়ান ব্যাংক কালিঘাট শাখার ব্যাবস্থাপক মঈন উদ্দিন, নওশীন মাহজাবিন প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়