Saturday, September 24

সংসদের দ্বাদশ অধিবেশন বসছে রোববার

সংসদের দ্বাদশ অধিবেশন বসছে রোববার

কানাইঘাট নিউজ ডেস্ক: চলমান দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বসছে রোববার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৫ সেপ্টেম্বর সংসদের এ অধিবেশন আহ্বান করেন। আগামীকাল বিকাল ৫টায় এ অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে।

সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।
সাংবিধানিক বাধ্যবাধ্যকতা পূরণের জন্য ডাকা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, আসন্ন এই অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন চারটি বিল হচ্ছে- ‘বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল-২০১৬’, ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬’, ‘বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬’।

এছাড়া অধিবেশন চলাকালে নতুন কয়েকটি খসড়া আইন জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে। গত ২৭ জুলাই সমাপ্ত সংসদের ১১তম অধিবেশনে চলতি অর্থবছরে বাজেট পাস হয়। গত ১ জুন ওই অধিবেশন শুরু হয়। মোট ৩২ কার্যদিবসের ওই অধিবেশনে ১৬টি বিল পাস হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়