Saturday, September 3

কানাইঘাটে ডিগ্রি কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ডিগ্রি কলেজের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ শামছুল আলম মামুনের সভাপতিত্বে ও প্রভাষক ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল-মিজান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন ও মিলেনিয়াম টিভি (ইউএসএ) ও চ্যানেল- এস ইউকে’র (সিলেটের জনপদ) কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ লুকমান আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপিকা নুর জাহান বেগম, অধ্যাপক হাবিব আহমদ, অধ্যাপক ফরিদ আহমদ ও বিলাল উদ্দিন। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রহমান,ইয়াহইয়া ডালিম ও রোমান আহমদ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, ইসলাম হচ্ছে শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্মে সন্ত্রাসের কোন স্থান নেই। সন্ত্রাসীরা ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের যুব সমাজকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। এজন্য সবাইকে বিশেষ করে শিক্ষিত- অভিভাবককে সদা সতর্ক থাকতে হবে। উপযুক্ত কারণ ছাড়া যদি একাধারে কোন শিক্ষার্থী ১০ দিন পর্যন্ত কাসে অনুপস্থিত থাকে তবে বিষয়টি সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষে কলেজের ডিবেটিং সোসাইটি, রবার্ট স্কাউট ও ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংহত করার উপর ও তিনি গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়