Wednesday, September 7

মেসি-রোনাল্ডোকে হারিয়ে দিলেন ভারতের সুনীল ছেত্রী!

মেসি-রোনাল্ডোকে হারিয়ে দিলেন ভারতের সুনীল ছেত্রী!

কানাইঘাট নিউজ ডেস্ক: লিওনেল মেসিকে টপকে গেলেন সুনীল ছেত্রী। অবিশ্বাস্য হলেও তথ্য কিন্তু সেই কথাই বলছে। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ফুটবলের রাজপুত্র। অবসর ভেঙে দিন কয়েক আগে উরুগুয়ের বিরুদ্ধে ফিরে এসেছেন তিনি। গোল করে দলকে জিতিয়েওছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে বরাবরের অভিযোগ, ক্লাব পর্যায়ে তিনি যতটা বিধ্বংসী দেশের হয়ে ততটা নন।

অন্য দিকে রয়েছেন ভারতের সর্বকালের সেরা স্কোরার সুনীল। তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোলের গণ্ডি টপকেছেন। আর এখানেই মেসিকে টপকে গিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ম্যাচ প্রতি গোল সংখ্যায় তিনি টপকে গিয়েছেন মেসিকে। মোট গোল সংখ্যাতেও মেসির সঙ্গে একাসনে তিনি। মোট গোল সংখ্যায় পিছিয়ে থাকলেও ম্যাচ প্রতি গোলের গড়ে টপকে গিয়েছেন রোনাল্ডোকেও। এমনকী ম্যাচ প্রতি গড়ে এই মুহূর্তে বিশ্বে তিনি এক নম্বর! এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে সক্রিয় ফুটবলারদের মধ্যে মোট গোল সংখ্যার বিচারে কে কোথায় দাঁড়িয়ে।

সূত্র- আনন্দবাজার

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়