Wednesday, September 28

তাইওয়ানের পর চীনে টাইফুন ‘মেগি’, নিহত ৫

তাইওয়ানের পর চীনে টাইফুন ‘মেগি’, নিহত ৫

কানাইঘাট নিউজ ডেস্ক: তাইওয়ানের পর এবার চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মেগি’। গতকাল মঙ্গলবার টাইফুনের আঘাতে ৪ জন নিহত এবং অন্তত ২৬০ জন আহত হয়ার পর আজ পূর্ব চীনে একজন নিহত হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আজ সকালে উপকূলীয় শহর ফুজিয়ান প্রদেশে আঘাত হানার পর টাইফুন মেগি দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। টাইফুনটি এখন ঘণ্টায় ১১৮ কিলোমিটার বেগে ছুটছে।

ফুজিয়ানে টাইফুনের আঘাতে একজন প্রাণ হারায়। এছাড়া বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এছাড়া এলাকাবাসী হাঁটু পানিতে যাতায়াত করছে বলেও স্থানীয় মিডিয়ার খবর।

টাইফুনের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণঅ করা হয়েছে। তাছাড়া ডজনখানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

টাইফুনটি আজ বায়ুকোণ সরে যাবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

এদিকে এই দুর্যোগে তাইওয়ানে গৃহহীন হয়েছেন কমপক্ষে সাড়ে পাঁচ হাজার মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ১৬০ কিলোমিটার বেগে তাইওয়ান উপকূলে আঘাত হানে টাইফুন মেগি। ভূমি ধসের কবলে পড়েছে স্থানীয়রা।

সরকারি জরুরি বিভাগ জানিয়েছে, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে বিদ্যুৎহীন দেশটির ২৫ লাখেরও বেশি মানুষ। বন্ধ রাখা হয়েছে কিছু স্কুল ও অফিসের কার্যক্রম। আলজাজিরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়