Friday, September 2

কানাডায় ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাডার অটোয়ায় ট্রাকচাপায় নুসরাত জাহান নামে ২৩ বছর বয়সী এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটায় লিয়ন স্ট্রিট লরিয়র অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। নুরজাহান কানাডায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত হিসাবরক্ষণ কর্মকর্তা জাকির হোসেনের মেয়ে। বাবার চাকরির সুবাদে তিন বছর আগে তিনি পরিবারের সঙ্গে কানাডায় আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত সাইকেল চালিয়ে বাসা থেকে দুই ব্লক দূরে ক্লাসে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর টমলিনসন কনস্ট্রাকশনের একটি ট্রাক নুসরাতকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নুসরাতের মৃত্যুতে বাংলাদেশের দূতাবাস ও কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অটোয়ার মেয়র জিম ওয়াটসন নুসরাতের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টমলিনসন কনস্ট্রাকশনও এক বিবৃতিতে ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানায়, তাদের প্রতিষ্ঠান অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নিয়েছে। পুলিশকেও তারা সর্বাত্মক সহযোগিতা করছে। ---ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়