Friday, August 26

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, ২০ জনের প্রাণহানি

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, ২০ জনের প্রাণহানি
কানাইঘাট নিউজ ডেস্ক: নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। নেপালের সংবাদ মাধ্যম দ্য হিমালায়ান এমন তথ্যই জানিয়েছে।

শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে নেপালের চিতওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চিতওয়ান জেলার কালিখোলা গ্রামের কাছে নারিয়াঙ্গা-মুগলিন সড়কে ৩৯ জন যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় ত্রিশুলি নদীতে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

চিতওয়ান ডিস্ট্রিক্ট পুলিশ সুপার (ডিপিও) বসন্ত বাহাদুর কুনোয়ার ২০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পোখারা শহর থেকে রাউতাহাত জেলার গৌড় শহরে যাচ্ছিলো। এরমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়