কানাইঘাট নিউজ ডেস্ক:
সারাদিন কথা চলে মুঠোফোনে। একটু অবসর পায় না হাতের মোবাইল সেটটা। কর্মব্যস্ত দিনে আমাদেরও সময় মেলে না। তখন আর মোবাইলে চার্জ দেয়ার সময় কোথায়?
তাই রাতে আমরা যেমন ঘুমিয়ে শরীরকে একটু সতেজ করি। তেমনি মোবাইল ফোনকেও রাতভর চার্জ করতে চাই। অনেকেরেই এই অভ্যাস আছে। দ্রুতই এই অভ্যাস পাল্টে ফেলুন। না হলে ফোনের আয়ু কিন্তু ফুরিয়ে আসবে। প্রযুক্তিবিদরা বলছেন, সারারাত ফোন চার্জ দিলে ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।
ওয়্যারলেন চার্জিং কোম্পানি ওসিয়ার কর্ণধার হেটেম জেইন বলছেন, বর্তমানে যে সব স্মার্টফোন বেরচ্ছে, সেগুলোর ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যায়। এগুলো ফুল চার্জ হয়ে গেলে, নিজে থেকেই বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেয়। তারপরেও বিদ্যুৎ সংযোগ অবিচ্ছিন্ন থাকলে লিথিয়াম-আয়ন ব্যাটারির উপর চাপ পড়ে। কারণ ফুল চার্জ হওয়ার পরও দ্রুত হারে বিদ্যুৎ টানতে থাকে ব্যাটারি। ফলে ব্যাটারি গরম হয়।
জেইনের মত, যদি আপনি অনেক সময় ধরে চার্জ দেন ব্যাটারিতে, তাহলে ব্যাটারির আয়ু কমতে শুরু করে।
অ্যাপেলের তথ্য বলছে, ব্যাটারির তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে ব্যাটারি চিরতরে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে। তাই চার্জ ফুল হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়াই উত্তম।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়