Tuesday, August 16

কানাইঘাটে পুলিশের উপর মাইক্রোবাস চালকদের হামলা


নিজস্ব প্রতিবেদক: অবৈধ যানবাহনের কাগজপত্র চেক করার সময় কানাইঘাট থানা পুলিশের উপর হামলা চালিয়ে এক পুলিশ সদস্যের ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছে কানাইঘাট সড়কের বাজার মাইক্রোবাসের চালকরা। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অনুমান দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে। জানা যায়, কানাইঘাট থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন থানার এস.আই রবিউল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সগণ। ডিউটি পালনের সময় সড়কের বাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রো ও একটি নোহা গাড়ী পুলিশ থামিয়ে গাড়ীর বৈধ কাগজপত্র এস.আই রবিউল ইসলাম মাইক্রো ও নোহা চালকের কাছে দেখতে চাইলে তারা পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে এ দুটি গাড়ীর চালকরা কোন কাগজপত্র দেখাবে না মর্মে এস.আই রবিউল ইসলামকে শারীরিক ভাবে আঘাতের চেষ্টা করলে চেকপোস্টের ডিউটিরত পুলিশের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে এস.আই রবিউলকে রক্ষা করেন। এ সময় মাইক্রো ও নোহা চালক পুলিশের গাড়ী চালক কনস্টেবল রাসেল আহমদের উপর চড়াও হয়। একপর্যায়ে এ দুটি গাড়ীর চালকরা সড়কের বাজার মাইক্রোবাস সমিতির সভাপতি সেলিম সহ অন্যান্য চালকদের মোবাইল ফোনে ঘটনাস্থলে ডেকে আনলে গাড়ীর চালকরা পুলিশের উপর আবারো চড়াও হয়। তারা রাস্তায় গাড়ী দিয়ে বেরিকেড সৃষ্টি করে পুলিশের উপর হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কনস্টেবল রাসেল আহমদের উপর হামলা করে তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এবং মাইক্রোবাস চালকরা রীতিমতো তান্ডব করে তাকে আহত করে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশের আরো দু’জন সদস্য ছেছা ফুলা জখম হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে যাওয়ার আগেই মাইক্রোবাস চালকরা সড়কের বাজার চলে যায়। এ ব্যাপারে এস.আই রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাগজপত্র চেক করার সময় সড়কের বাজার মাইক্রোবাসের দু’জন চালক ডিউটিরত পুলিশ সদস্যদের সাথে অশালীন আচরণ করে।

শেয়ার করুন

1 comment:

  1. সব সটিক জেনে তারপরে niwsদিলে ভালহবে কারন আমি গটনাস্তলে ছিলাম।

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়