কানাইঘাট নিউজ ডেস্ক: অবশেষে
বলিউডে পা রাখতে যাচ্ছেন ডোয়াইন ব্রাভো। তবে অভিনেতা হিসেবে নয়, গায়ক
হিসেবেই। অনুভব সিনহার নতুন ছবি 'জাগের বম্ব'-এর জন্য গান গাইবেন ব্রাভো।
ছবিটিতে অভিনয় করবেন আদিত্য সিল, অসীম গুলাটি ও নেহা শর্মা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রাভোর জন্য গানটি তৈরি করবেন অঙ্কিত তিওয়ারি। আর এই গানের চিত্রায়নের জন্য রোমানিয়া থেকে নৃত্যশিল্পী নিয়ে আসা হবে। কোনো একটি ক্লাবে গানটির দৃশ্যধারণ করা হবে। গানটি যেহেতু হিন্দিতে গাইতে হবে তাই ব্রাভোকে কিছু হিন্দি শব্দ শিখে ফেলতে হবে দ্রুত।
ছবিটি পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবেও কাজ করবেন অনুভব সিনহা।
এ ব্যাপারে অনুভব বলেন, 'ছবির গল্পের সঙ্গে মিল রেখেই গানটি রাখা হয়েছে'। আর গানটার জন্য ব্রাভোকেই উপযুক্ত মনে হয়েছে আমার। তাই ব্রাভোর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি এবং ব্রাভোও ছবিতে গান গাইতে রাজি হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রাভোর জন্য গানটি তৈরি করবেন অঙ্কিত তিওয়ারি। আর এই গানের চিত্রায়নের জন্য রোমানিয়া থেকে নৃত্যশিল্পী নিয়ে আসা হবে। কোনো একটি ক্লাবে গানটির দৃশ্যধারণ করা হবে। গানটি যেহেতু হিন্দিতে গাইতে হবে তাই ব্রাভোকে কিছু হিন্দি শব্দ শিখে ফেলতে হবে দ্রুত।
ছবিটি পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবেও কাজ করবেন অনুভব সিনহা।
এ ব্যাপারে অনুভব বলেন, 'ছবির গল্পের সঙ্গে মিল রেখেই গানটি রাখা হয়েছে'। আর গানটার জন্য ব্রাভোকেই উপযুক্ত মনে হয়েছে আমার। তাই ব্রাভোর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি এবং ব্রাভোও ছবিতে গান গাইতে রাজি হয়েছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়