কানাইঘাট নিউজ ডেস্ক:
অলিম্পিকের ১১তম দিনে দু’শ’ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ের পথে আরও একধাপ
এগিয়ে গেছেন অলিম্পিক আইকন উসাইন বোল্ট। এদিন ক্রোয়োশিয়া, কানাডা এবং
কেনিয়া জিতেছে তাদের তৃতীয় স্বর্ণপদক।
ফুটবল এবং হকি- দু’টোতেই কর্তৃত্ব ধরে রেখেছে জার্মানরা। ছেলেদের ফুটবলে ফাইনালের টিকেটের জন্য আজ রাত ১০’টায় মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস এবং রাত ১টায় নাইজেরিয়া-জার্মানি।
মেয়েদের সেমিতে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি। বৃহস্পতিবার রাতে স্বর্ণ জয়ের লড়াইতে তাদের প্রতিপক্ষ সুইডিশরা। ব্রাজিল-কানাডা ব্রোঞ্জপদকের জন্য লড়বে। মেয়েদের হকির সেমিতেও উঠে গেছে জার্মানরা।
সাঁতারের আইকন মাইকেল ফেলপসের রাজসিক বিদায়ের পর রিও অলিম্পিক এখন সরগরম বোল্ট রাজত্বে। ট্র্যাক এন্ড ফিল্ডে কর্তৃত্বও জ্যামাইকানদের। গতিমানব উসাইন বোল্টের সঙ্গে শেষ চারের টিকেট নিশ্চিত করেছেন নিকেল আসমেডি এবং ইয়োহান ব্লেক।
একশ’ মিটারে টানা তিন স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে ২শ’ মিটার স্প্রিন্ট ইভেন্ট মাতাচ্ছেন বোল্ট। হিটের নবম দফায় সেরা হতে সময় নেন ২০ দশমিক দুই-আট সেকেন্ড। ১৮ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে খেলতে নামবেন স্প্রিন্ট আইকন উসাইন বোল্ট।
তবে হিট রাউন্ডে সব চেয়ে কম সময় নিয়েছেন একশ’ মিটারে ব্রোঞ্জ জয়ী কানাডিয়ান স্প্রিন্টার আন্দ্রে গ্রাসি। ২০ দশমিক শূন্য-নয় সেকেন্ডে ২শ’ মিটার শেষ করে ২৪ সেমিফাইনালিস্টের তালিকার শীর্ষে আন্দ্রে গ্রাসি।
মেয়েদের স্প্রিন্টের ১৫শ’ মিটারে কেনিয়ার জন্য তৃতীয় স্বর্ণ জয়ের সাফল্য দেখিয়েছেন ফেইথ কিপাইয়েগন। রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার গেনজেবে দিবাবা।
ফুটবল এবং হকি- দু’টোতেই কর্তৃত্ব ধরে রেখেছে জার্মানরা। ছেলেদের ফুটবলে ফাইনালের টিকেটের জন্য আজ রাত ১০’টায় মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস এবং রাত ১টায় নাইজেরিয়া-জার্মানি।
মেয়েদের সেমিতে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি। বৃহস্পতিবার রাতে স্বর্ণ জয়ের লড়াইতে তাদের প্রতিপক্ষ সুইডিশরা। ব্রাজিল-কানাডা ব্রোঞ্জপদকের জন্য লড়বে। মেয়েদের হকির সেমিতেও উঠে গেছে জার্মানরা।
সাঁতারের আইকন মাইকেল ফেলপসের রাজসিক বিদায়ের পর রিও অলিম্পিক এখন সরগরম বোল্ট রাজত্বে। ট্র্যাক এন্ড ফিল্ডে কর্তৃত্বও জ্যামাইকানদের। গতিমানব উসাইন বোল্টের সঙ্গে শেষ চারের টিকেট নিশ্চিত করেছেন নিকেল আসমেডি এবং ইয়োহান ব্লেক।
একশ’ মিটারে টানা তিন স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে ২শ’ মিটার স্প্রিন্ট ইভেন্ট মাতাচ্ছেন বোল্ট। হিটের নবম দফায় সেরা হতে সময় নেন ২০ দশমিক দুই-আট সেকেন্ড। ১৮ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে খেলতে নামবেন স্প্রিন্ট আইকন উসাইন বোল্ট।
তবে হিট রাউন্ডে সব চেয়ে কম সময় নিয়েছেন একশ’ মিটারে ব্রোঞ্জ জয়ী কানাডিয়ান স্প্রিন্টার আন্দ্রে গ্রাসি। ২০ দশমিক শূন্য-নয় সেকেন্ডে ২শ’ মিটার শেষ করে ২৪ সেমিফাইনালিস্টের তালিকার শীর্ষে আন্দ্রে গ্রাসি।
মেয়েদের স্প্রিন্টের ১৫শ’ মিটারে কেনিয়ার জন্য তৃতীয় স্বর্ণ জয়ের সাফল্য দেখিয়েছেন ফেইথ কিপাইয়েগন। রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার গেনজেবে দিবাবা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়