Saturday, August 20

দাঁত ভালো রাখার ১০ টিপস


কানাইঘাট নিউজ ডেস্ক: দাঁত অমূল্য সম্পদ। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয়। আমরা প্রত্যেকেই জানি রোজ দুইবার করে দাঁত মাজলে আমাদের দাঁত ভালো থাকে। এছাড়াও দাঁত আরও ভালো রাখতে আমাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। দাঁত ভালো রাখতে মেনে চলুন ১০টি নিয়ম: ১. দিনে দুইবার করে দাঁত মাজা উচিত। অবশ্যই সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে। ২. খাওয়ার পর সবসময় ভালো করে মুখ ধোয়া উচিত। ৩. দাঁতের ক্ষয় রোধ করতে লিকুইড টুথপেস্ট ব্যবহার করুন। ৪. প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলান। ৫. ডায়েট মেনে খাবার খান। বিশেষ করে ফল এবং শাকসবজি খান। ৬. যে সমস্ত খাবার খেলে আমাদের শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ হবে, যেমন, মাছ, মাংস, ডিম, বিন, প্রভৃতি জাতীয় খাবার খান। ৭. দাঁতের ক্ষয় রোধ করতে মিষ্টি, অম্ল জাতীয় খাবার কম খান। ৮. মুখের ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে চা খান। ৯. খাবার পর মিষ্টিহীন টুইংগাম চেবান। এতে আপনার মুখের ময়েশ্চারাইজড ভাব ঠিক থাকবে। ১০. ধূমপান করবেন না। কিংবা ধোঁয়াহীন তামাক খান। এতে আপনার দাঁত ভালো থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়