কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের গুয়াংঝো মহানগরীতে অপেক্ষাকৃত কম দামের হোটেলগুলোতে পাঁচটি মসুলিম দেশের নাগরিকদের না রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
তবে চীনের পররাষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো কঠোর নীতি তারা গ্রহণ করেনি।
একটি রুমে রাত্রি যাপনের খরচ ২৩ মার্কিন ডলার, এমন তিনটি হোটেল কর্তৃপক্ষকে গত মার্চে নোটিশের মাধ্যমে পাঁচটি মুসিলম দেশের অতিথি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে পুলিশ। দেশগুলো হচ্ছে- পাকিস্তান, সিরিয়া, ইরাক, তুরস্ক ও আফগানিস্তান।
টেলিফোনে একজন হোটেলকর্মী বলেছেন, ‘আমরা অতিথিদের কেন গ্রহণ করতে পারছি না তার সঠিক কারণ আমি জানি না।’
শুক্রবার হংকং এর সাউথ চায়না মরর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, চলতি সপ্তাহে গুয়াংঝোতে উন্নয়ন ফোরামের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর আগামি সপ্তাহে হংজৌ শহরে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন, দুটি শহরের মধ্যে দূরত্ব এক হাজার কিলোমিটার। এগুলোকে সমানে রেখে নিরাপত্তার জন্য এই আইন চালু হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র লু কাং নিউজ ব্রিফিংয়ে বলেন, গুয়াংঝোতে এমন আদেশ জারি সম্পর্কে তিনি অবহিত নন। চীনের কোথাও এ ধরনের আইন জারি করা হয়েছে বলে আমি শুনিনি।’
তবে চীনের পররাষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো কঠোর নীতি তারা গ্রহণ করেনি।
একটি রুমে রাত্রি যাপনের খরচ ২৩ মার্কিন ডলার, এমন তিনটি হোটেল কর্তৃপক্ষকে গত মার্চে নোটিশের মাধ্যমে পাঁচটি মুসিলম দেশের অতিথি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে পুলিশ। দেশগুলো হচ্ছে- পাকিস্তান, সিরিয়া, ইরাক, তুরস্ক ও আফগানিস্তান।
টেলিফোনে একজন হোটেলকর্মী বলেছেন, ‘আমরা অতিথিদের কেন গ্রহণ করতে পারছি না তার সঠিক কারণ আমি জানি না।’
শুক্রবার হংকং এর সাউথ চায়না মরর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, চলতি সপ্তাহে গুয়াংঝোতে উন্নয়ন ফোরামের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর আগামি সপ্তাহে হংজৌ শহরে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন, দুটি শহরের মধ্যে দূরত্ব এক হাজার কিলোমিটার। এগুলোকে সমানে রেখে নিরাপত্তার জন্য এই আইন চালু হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র লু কাং নিউজ ব্রিফিংয়ে বলেন, গুয়াংঝোতে এমন আদেশ জারি সম্পর্কে তিনি অবহিত নন। চীনের কোথাও এ ধরনের আইন জারি করা হয়েছে বলে আমি শুনিনি।’
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়