কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট জেলার কানাইঘাট সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেলে রাখা ৭০ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এসব বিড়ির মূল্য প্রায় এক লক্ষ পনের হাজার টাকা।
মঙ্গলবার ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে ডোনা বিওপির একটি টহল দল গোপন সংবাদের উপজেলার সীমান্তবর্তী লোহাজুড়ী কাঁচা রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় বিড়িগুলো উদ্ধার করে।
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মাজেদুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। ধারণা করা হচ্ছে, বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারীরা এসব ফেলে পালিয়ে গেছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরাকারবারীদের খুজে বের করার প্রচেষ্টায় সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়