Saturday, August 13

জগন্নাথপুরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


জগন্নাথপুর সংবাদদাতা:: সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ল্যাবগুলোর উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ল্যাবগুলো বাস্তবায়ন করছে। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহানন্দ সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, শিক্ষার্থী শ্রাবন্তী সরকার প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জগন্নাথপুর ডিগ্রী কলেজ, রানীগঞ্জ কলেজ, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও হবিবপুর মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন হয়। এদিকে জগন্নাথপুর ডিগ্রী কলেজে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকৃত ফলক লাগানো হয়। জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নুর, কলেজ পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম রিজুসহ কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপরদিকে রানীগঞ্জ কলেজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর ও কলেজের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মজলুল হকসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। একইভাবে হবিবপুর মাদ্রাসা ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফলক লাগানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়