কানাইঘাট নিউজ ডেস্ক: নতুন
মৌসুমে কিন্তু সেই পরিচিত বার্সেলোনা, প্রতিপক্ষের রক্ষণে ক্ষমাহীন লুইস
সুয়ারেজ। নিজে হ্যাটট্রিক করলেও যথারীতি মেসিকে ভাসালেন প্রশংসায়।
গত শনিবার কাম্প নউয়ে রিয়াল বেতিসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেন মেসি। ম্যাচ জুড়ে ছিল মেসি জাদু, সুয়ারেসের তিন গোলের একটি ছিল তার বানিয়ে দেওয়া।
উরুগুয়ের স্ট্রাইকার ম্যাচ শেষে বলেন, “লিও দানবের মতো ম্যাচ শুরু করেছে এবং সে বিশ্বের সেরা খেলোয়াড়।”
লিগের শিরোপা ধরে রাখার শুরুটা দারুণ হয়েছে বার্সেলোনার। সুয়ারেজ আবার শিরোপা জিততে ফেভারিট হিসেবে যতটা সম্ভব ভালো সূচনাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন।
“বার্সেলোনা সব সময়ই ফেভারিট এবং লিগ জেতার অন্যতম দাবিদার। সব সময় তিন-চারটি দল এর জন্য লড়াই করে। আমাদের লড়াই করতে হবে কারণ আমরাই এখন শিরোপাধারী”
গত শনিবার কাম্প নউয়ে রিয়াল বেতিসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেন মেসি। ম্যাচ জুড়ে ছিল মেসি জাদু, সুয়ারেসের তিন গোলের একটি ছিল তার বানিয়ে দেওয়া।
উরুগুয়ের স্ট্রাইকার ম্যাচ শেষে বলেন, “লিও দানবের মতো ম্যাচ শুরু করেছে এবং সে বিশ্বের সেরা খেলোয়াড়।”
লিগের শিরোপা ধরে রাখার শুরুটা দারুণ হয়েছে বার্সেলোনার। সুয়ারেজ আবার শিরোপা জিততে ফেভারিট হিসেবে যতটা সম্ভব ভালো সূচনাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন।
“বার্সেলোনা সব সময়ই ফেভারিট এবং লিগ জেতার অন্যতম দাবিদার। সব সময় তিন-চারটি দল এর জন্য লড়াই করে। আমাদের লড়াই করতে হবে কারণ আমরাই এখন শিরোপাধারী”
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়