Wednesday, August 17

কানাইঘাটে ১২০ বোতল মদসহ ডাকাতের স্ত্রী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়চতুল ইউপির কুড়ারপার গ্রাম থেকে ১২০ বোতল ভারতীয় এলকেম মাদক সহ এক কুখ্যাত ডাকাতের স্ত্রীকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুড়ারপার গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে দুটি ডাকাতি মামলার পলাতক আসামী জয়নাল আহমদের বসত ঘরের ভিতর থেকে মাটি খোড়ে চটের বস্তা দিয়ে মোড়ানো ১২০ বোতল ভারতীয় এলকেম উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ডাকাত জয়নাল আহমদের কতিথ স্ত্রী ফারহানা বেগমকে পুলিশ গ্রেফতার করে। এ ব্যাপারে কানাইঘাট থানায় গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ফারহানা বেগম ও তার স্বামী ডাকাত জয়নাল আহমদ, তার পুত্র কয়ছর আহমদ (২২) কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং- ১৭, তারিখ- ১৭/০৮/২০১৬ইং। অপরদিকে কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পৌরসভার মহেষপুর গ্রামের আব্দুস সালামের পুত্র এক বছরের সাজাপ্রাপ্ত হেলাল আহমদ (৩৫) কে কানাইঘাট বাজার থেকে বুধবার গ্রেফতার করেছে। এসব গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন এস.আই জুনেদ, এ.এস.আই জিয়াউর রহমান, এ.এস.আই আফসার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়