Friday, August 19

যে আফসোস তার সারা জীবনেও যাবে না

যে আফসোস তার সারা জীবনেও যাবে না

কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউডে যাত্রা তার জন্য খুব একটা সহজ ছিল না। সংগ্রাম করতে হয়েছিল প্রচুর। ওম শান্তি ওমের পর সাধারণ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ককটেল রিলিজ হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। উপরে ওঠার সেই শুরু।

তারপর একে একে করলেন এল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, রামলীলা, বাজিরাও মস্তানি। আর তারপরই হলিউড ছবি। তাও যে সে ছবি নয়। xXx-এর সিকুয়েল। xXx: দা রিটার্ন অফ জেন্ডার কেজ। ক্যারিয়ার এত উন্নতি করেও দীপিকার মনে এখনও একটা আফসোস রয়ে গেছে।

তিনি যশ চোপড়ার সঙ্গে একটাও ছবি করতে পারলেন না। তাঁর সমসাময়িক হিরোইন ক্যাটরিনা কাইফ যশ চোপড়ার সঙ্গে জব তক হ্যায় জান করে ফেলেছেন। যশ চোপড়ার সঙ্গে একটাও ছবি করতে পারলেন না তিনি। এই আফসোস তাঁর সারা জীবনেও যাবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়