কানাইঘাট নিউজ ডেস্ক: ক্ষমা
চাওয়া সত্ত্বেও 'সুলতান' থেকে অরিজিৎ সিং-এর গান 'জগ ঘুমিয়া' বাদ দিয়ে
দিয়েছিলেন সালমান। অরিজিতের বহু চেষ্টার পরও তার ফোন তোলেননি বা মেসেজের
কোন জবাব দেননি সালমান।
অভিমানে অরিজিৎ ঠিক করেছিলেন, আর কোনদিন সালমানের জন্য গান গাইবেন না তিনি। কিন্তু না, অভিমানের ওই জায়গা থেকে সরে এসেছেন কলকাতার ওই কণ্ঠশিল্পী।
কবির খান পরিচালিত সালমানের 'টিউবলাইট' ছবির জন্য গান গাইতে চলেছেন অরিজিৎ সিং। নিজের মুখেই সে কথা স্বীকার করেছেন তিনি।
অরিজিৎ বলেন, আবারও তার গান ছবি থেকে বাদ দেওয়া হবে কিনা এসব নিয়ে কোন মাথাব্যথা নেই। আমার কাজ শুধু গান গেয়ে যাওয়া, বাকিটা তো আমার হাতে নেই।
তবে এ কথাও জোর দিয়ে অরিজিৎ জানিয়েছেন যে, তাকে গান গাওয়া থেকে কেউ আটকাতে পারবেন না, সে তিনি যেই হোন না কেন।
অভিমানে অরিজিৎ ঠিক করেছিলেন, আর কোনদিন সালমানের জন্য গান গাইবেন না তিনি। কিন্তু না, অভিমানের ওই জায়গা থেকে সরে এসেছেন কলকাতার ওই কণ্ঠশিল্পী।
কবির খান পরিচালিত সালমানের 'টিউবলাইট' ছবির জন্য গান গাইতে চলেছেন অরিজিৎ সিং। নিজের মুখেই সে কথা স্বীকার করেছেন তিনি।
অরিজিৎ বলেন, আবারও তার গান ছবি থেকে বাদ দেওয়া হবে কিনা এসব নিয়ে কোন মাথাব্যথা নেই। আমার কাজ শুধু গান গেয়ে যাওয়া, বাকিটা তো আমার হাতে নেই।
তবে এ কথাও জোর দিয়ে অরিজিৎ জানিয়েছেন যে, তাকে গান গাওয়া থেকে কেউ আটকাতে পারবেন না, সে তিনি যেই হোন না কেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়