Monday, August 8

চার দ. আফ্রিকান ক্রিকেটার নিষিদ্ধ


ঢাকা : ক্রিকেটে ম্যাচ ফিক্সিং বড় সমস্যা হয়েই দাঁড়িয়েছে। এই অনৈতিক কাজে জড়িত থাকার কারণে এবার বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকান চার ক্রিকেটার। এরমধ্যে আছে সাবেক প্রোটিয়া উইকেট কিপার থামি সোলেকাইলও। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকান ঘরোয়া র‌্যাম-স্ল্যাম টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন চার ক্রিকেটার। এ অপরাধের জন্য সোলেকাইলকে ১২ বছর, জিন সাইমসকে ৭ বছর এবং ইথি ভালাতি ও পুমেলেলা মাতশিকেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। এ রায় মেনে নিয়েছেন ঐ চার ক্রিকেটার। তারা দোষ স্বীকারও করেন। এছাড়া আরো তিন ক্রিকেটার জিন সাইমস, ইথি ভালাতি ও পুমেলেলা মাতশিকের বিরুদ্ধে অভিযোগ, তারা সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার গোলাম বদির কাছ থেকে ঘুষ নিয়েছেন। বদিকে গত জানুয়ারিতে ম্যাচ পাতানোর অভিযোগে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ তদন্তের পর এমন শাস্তির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়