Monday, August 22

১ মিনিটে রেজিস্ট্রেশন, ৩০ মিনিটে গাড়ি

১ মিনিটে রেজিস্ট্রেশন, ৩০ মিনিটে গাড়ি

কানাইঘাট নিউজ ডেস্ক: অ্যাপভিত্তিক যাতায়াত সেবাদানকারী প্রতিষ্ঠান চলো দিচ্ছে ১ মিনিটে রেজিস্ট্রেশন এবং ৩০ মিনিটে গাড়ি সার্ভিস। অর্থাৎ রেজিস্ট্রেশনের ৩০ মিনিটের মাথায় আপনার দুয়ারে পৌঁছে যাবে গাড়ি।

চলো টেকনোলোজি লিমিটেড তথ্যপ্রযুক্তিভিত্তিক গাড়ি সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান যার লক্ষ্য হচ্ছে নিরাপত্তা এবং স্বস্তি সহকারে গ্রাহকদের সর্বাধিক সেবা নিশ্চিত করার মাধ্যমে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া।

এই সেবা পেতে প্রথমে আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্সটল করে নিতে হবে অ্যাপ। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য ফোন নম্বর এবং যেকোনও একটি ফটো আইডি প্রয়োজন হবে। এরপর খুব সহজে গাড়ির জন্য অনুরোধ করতে পারবেন এবং গাড়ি হাজির হয়ে যাবে মাত্র ৩০ মিনিটের মধ্যে!

চলোর সেবা 'সেডান' এর আওতায় থাকছে এক্স করোলা, এক্সিও, এলিয়ন, প্রিমিও ইত্যাদি গাড়ির সেবা। ১ হাজার ৪৯০ টাকায় ৪ ঘণ্টা এবং ২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ১০ ঘণ্টার জন্য গাড়ি।

বর্তমানে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলায় অবস্থিত গ্রাহকরাই পাচ্ছেন চলোর সেবা।

সূত্র: বাংলাট্রিবিউন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়