আব্দুল্লাহ আল-মাহবুব,কোরিয়া:
কোরিয়াতে ক্রিকেটের প্রচারে বাংলাদেশীদের সাথে কাজ করতে চায় কোরিয়া ক্রিকেট এ্যাসোসিয়েশন। আজ আনসানে ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেছেন কোরিয়া ক্রিকেট এ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ও আইসিসির কোরিয়া প্রতিনিধি কিম মে ইয়ং। তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ , পাকিস্থান, ভারত ও আরও ক্রিকেট খেলুড়ে দেশদের নিয়ে বড় ধরণের গ্লোবাল টুর্নামেন্টের পরিকল্পনা করছে কোরিয়া ক্রিকেট এ্যাসোসিয়েশন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি সোহেল রানার উপস্থাপনায় ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উপকমিটির প্রধান মেহেদী হাসান বলেন "ইপিএ্সে এসেও আমরা এধরণের প্রোগ্রাম করে প্রমান করছি যে আমরা কতটা সংগ্রামী। ভবিষ্যতে আরও বড় ধরণের প্রোগ্রাম করে যান্ত্রিক জীবনে একটু হলেও আনন্দ বিনোদোন দেওয়ার চেষ্টা করব ইপিএস ভাইদের'। ক্রিকেট টুর্নামেন্টের উপকমিটির সহকারী প্রধান শান্ত শেখ বলেন '' ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট কোরিয়ার ক্রিকেট ভবিষ্যতে বড় ভুমিকা রাখবে''।তিনি একথাও বলেন যে, ''সারা সপ্তাহ হাড় ভাঙ্গা পরিশ্রম করেও এত বড় টুর্নামেন্টের আয়োজন করে ইপিএস বাংলা কমিউনিটি প্রমান করেছে তারা কতটুকু সামর্থ্যবান ও সামাজিক দ্বায়িত্বশীল কমিউনিটি''। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসান সিটিস্থ আনসান মাইগ্রেন্ট সেন্টারের ম্যানেজার মুন সন মি, স্পন্সরকারী প্রতিষ্ঠানের মধ্যে আশিয়ান মার্ট অ্যান্ড হালাল ফুডের মালিক জনাব মতিন, এস.এন.ফুডের মালিক জনাব ছোটন বিসেকে সভাপতি হাবিল উদ্দিন ও সেক্রেটারী সরোয়ার কামাল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়