কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটকে খাদের কিনারা থেকে তুলে আনতে একজন নেতার হাতে দায়িত্ব
দেয়া হয়েছিলো। আর সেই নেতা দলকে যেরুপ পরিবর্তন করেছেন তা তার কাছে
প্রত্যাশার চেয়েও বেশী কিছু।
সংক্ষিপ্ত ভার্সনের নেতার আসনে বসে সুদক্ষ চালকের মত দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।
তার এসব সাফল্যে নিজের আনন্দের কথা জানিয়েছেন সীমিত সময়ের জন্য বাংলাদেশে আসা আকিব জাভেদ।
এইচপি ক্যাম্পে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন তিনি। শুধু তরুণদের সঙ্গেই কাজ করেননি, জাতীয় দলের বোলারদের নিয়েও কাজ করেছেন আকিব জাভেদ। আর সেখানেই সাক্ষাৎ পেয়েছিলেন মাশরাফির। তিনি জানান মাশরাফি ইমরান খান ও গাঙ্গুলীদের পথেই হাঁটছেন।
মাশরাফি প্রসঙ্গে আকিভ জাভেদ বলেন, ''মাশরাফির অধীনে অনেক সফলতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সে পুরো দলটাকেই বদলে দিয়েছে যেমনটা করেছিল ইমরান খান ও সৌরভ গাঙ্গুলী। সবে তো পথযাত্রা শুরু। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সে ওদের মতনই ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠবে।''
সংক্ষিপ্ত ভার্সনের নেতার আসনে বসে সুদক্ষ চালকের মত দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।
তার এসব সাফল্যে নিজের আনন্দের কথা জানিয়েছেন সীমিত সময়ের জন্য বাংলাদেশে আসা আকিব জাভেদ।
এইচপি ক্যাম্পে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন তিনি। শুধু তরুণদের সঙ্গেই কাজ করেননি, জাতীয় দলের বোলারদের নিয়েও কাজ করেছেন আকিব জাভেদ। আর সেখানেই সাক্ষাৎ পেয়েছিলেন মাশরাফির। তিনি জানান মাশরাফি ইমরান খান ও গাঙ্গুলীদের পথেই হাঁটছেন।
মাশরাফি প্রসঙ্গে আকিভ জাভেদ বলেন, ''মাশরাফির অধীনে অনেক সফলতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সে পুরো দলটাকেই বদলে দিয়েছে যেমনটা করেছিল ইমরান খান ও সৌরভ গাঙ্গুলী। সবে তো পথযাত্রা শুরু। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সে ওদের মতনই ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠবে।''
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়