Saturday, August 6

এবার রায়ান সম্পর্কে ভোল পাল্টালেন ট্রাম্প

এবার রায়ান সম্পর্কে ভোল পাল্টালেন ট্রাম্প

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হাউস স্পিকার পল রায়ানকে পুনঃনির্বাচনের জন্য প্রকাশ্যে সমর্থন করেছেন। তবে কয়েক দিন আগে তিনি এক অনুষ্ঠানে তাকে পুনঃনির্বাচন নিয়ে তিরস্কার করেছিলেন।

ট্রাম্প গত মঙ্গলবার আগামী নভেম্বরে পুনর্নির্বাচনের জন্য রায়ান ও সিনেটর জন ম্যাককেইনের প্রচারণাকে সমর্থন করেননি। এতে দলীয় সদস্যরা দুঃখ পান।

দলের সর্বোচ্চ নির্বাচিত কর্মকর্তা রায়ান নিজেও ট্রাম্পকে সমর্থনের ব্যাপারে সময়ক্ষেপণ করেন।
ট্রাম্প শুক্রবার বলেন, 'আমি আমাদের স্পিকার পল রায়ানকে সমর্থন করছি।'

রায়ানের নিজ রাজ্য উইসকনসিনের গ্রিন বে’তে প্রচারণাকালে ট্রাম্প বলেন, 'আমরা ঐক্য চাই। আমাদের এই নির্বাচনে জিততে হবে।'

তিনি সিনেটর ম্যাককেইন ও নিউ হ্যাম্পশায়ারের সিনেটর কেলি আয়োটকেও সমর্থন করেছেন।
রায়ান ও ম্যাককেইন উভয়ে ইরাকে নিহত মার্কিন মুসিলম সৈন্যের বাবা-মা’কে নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন। ২০০৪ সালে এক গাড়ি বোমা বিস্ফোরণে ২৭ বছর বয়সী সৈন্য হুমায়ন খান নিহত হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়