কানাইঘাট নিউজ ডেস্ক:
ব্লগার অভিজিৎ রায় হত্যায় সন্দেহভাজন ছয় খুনির ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার দুপুরে এই ছয়জনের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মোট সাতটি ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে সন্দেহভাজন খুনি হিসেবে পুলিশ চিহ্নিত করা হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, ভিডিওতে থাকা ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা DMP এর অফিসিয়াল ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে অথবা Hello CT অ্যাপসের মাধ্যমে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীত পাশে খুন হন অভিজিৎ রায়। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ আহত হন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়