কানাইঘাট নিউজ ডেস্ক: আফগান
বিমান বাহিনীর সহযোগিতায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে মধ্যপ্রাচ্যভিত্তিক
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর প্রতি আনুগত্য প্রদর্শনকারী ১২ যোদ্ধা
নিহত হয়েছে। এ খবর জানিয়েছে আফগানিস্তানের সংবাদ মাধ্যম খামা প্রেস।
নাঙ্গাহার প্রদেশ সরকারের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সামরিক অভিযান ‘কাহার’-এ এসব জঙ্গি নিহত হয়েছে। অভিযানকালে আরও অন্তত ১৯ যোদ্ধা আহত হয়েছে। এই জঙ্গিরা আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। প্রদেশের আচিন জেলায় এসব জঙ্গিরা সক্রিয় ছিল।
গত দুই সপ্তাহ ধরে নাঙ্গাহারে আইএসের প্রতি আনুগত্য প্রদর্শনকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আফগান সেনাবাহিনী। এর মধ্যে কট জেলা থেকে জঙ্গিদের উৎখাত করা হয়েছে। আফগানিস্তানজুড়ে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু হয়।
কাবুলে ভয়াবহ হামলায় ৮০ জন নিহত ও দুই শতাধিক আহতের ঘটনার দায় স্বীকার করেছিলো আইএসের প্রতি আনুগত্য প্রদর্শনকারী এ জঙ্গি গ্রুপটি।
সূত্র: খামা প্রেস
নাঙ্গাহার প্রদেশ সরকারের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সামরিক অভিযান ‘কাহার’-এ এসব জঙ্গি নিহত হয়েছে। অভিযানকালে আরও অন্তত ১৯ যোদ্ধা আহত হয়েছে। এই জঙ্গিরা আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। প্রদেশের আচিন জেলায় এসব জঙ্গিরা সক্রিয় ছিল।
গত দুই সপ্তাহ ধরে নাঙ্গাহারে আইএসের প্রতি আনুগত্য প্রদর্শনকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আফগান সেনাবাহিনী। এর মধ্যে কট জেলা থেকে জঙ্গিদের উৎখাত করা হয়েছে। আফগানিস্তানজুড়ে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু হয়।
কাবুলে ভয়াবহ হামলায় ৮০ জন নিহত ও দুই শতাধিক আহতের ঘটনার দায় স্বীকার করেছিলো আইএসের প্রতি আনুগত্য প্রদর্শনকারী এ জঙ্গি গ্রুপটি।
সূত্র: খামা প্রেস
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়