Saturday, August 20

নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ মোশাররফের

নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ মোশাররফের

কানাইঘাট নিউজ ডেস্ক: শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গাজিপুরের মেয়র এম এ মান্নান মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,  মান্নানের মুক্তির দাবিতে গাজিপুরের দোকানে দোকানে আলোচনা ও রাস্তায় প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর এই প্রতিবাদই এক সময় আন্দোলনে রুপ নেবে। তিনি আরও বলেন, এই সরকার বেশীদিন টিকে থাকতে পারবে না।

বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দলকে নির্যাতন করা হচ্ছে। আর তাই দেশের বিরোধী মত ও বিরোধী দল আজ কারাগারে বন্দি রয়েছে। কিন্তু এতে বিএনপির নেতাকর্মীদের হতাশ না হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবলু।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়