কানাইঘাট নিউজ ডেস্ক:
নগরীর শিবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনারপাড়া তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম- হাবিবুর রহমান (২০)। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার শেখেরমহল্লার মৃত আব্দুল হান্নানের পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শিবগঞ্জ সোনারপাড়া তৃতীয় তলা ভবনের নিচ তলায় ইলেক্ট্রটিক মিশিনে রড কাটছিল হাবিবুর রহমান। এসময় অসাবধানতাবশতঃ হাবিব বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার হাবিবকে মৃত ঘোষণা করেন।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং নিহতের লাশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়না তদন্তে তার আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়