Tuesday, August 16

কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যানের পিতার ইন্তেকাল


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অাব্বাস উদ্দিনের পিতা ঝিংগাবাড়ী ফাগু গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী তবারক উল্লাহ (৮০) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি....রাজিউন)। মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটের সময় রাজধানী ঢাকার ইউরো বাংলা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ছিলেন। গত ২০ দিনের মতো সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত রবিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি ২ ছেল ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযা অাগামীকাল বুধবার সকাল ১০টায় নিজ এলাকায় অনুষ্টিত হবে। এ দিকে ঝিংগাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান অব্বাস উদ্দিনের পিতা বিশিষ্ট মুরব্বী হাজী তবরাক উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নিউজচেম্বার টোয়েন্টিফোরডটকম সম্পাদক তাওহীদুল ইসলাম,কানাইঘাট নিউজ সম্পাদক মাহবুবুর রশিদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়