Tuesday, August 23

কানাইঘাটে ভারতীয় নাসির বিড়িসহ ১ জন আটক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ গত সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে ৮ কার্টুন ভারতীয় শেখ নাসির বিড়ি সহ এক জনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই জুনেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোর রাত ৫টার দিকে কানাইঘাট বাজারের কামারপট্টি থেকে ৮ কার্টুনে রক্ষিত ১ লক্ষ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি সহ বিড়ির মালিক পৌরসভার মহেষপুর গ্রামের হোসেন আহমদের পুত্র এখলাছ উদ্দিন (২২) কে গ্রেফতার করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃত এখলাছ উদ্দিন সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে থানায় বিশেষ ক্ষমতা আইনে এস.আই জুনেদ আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-২১, তাং- ২৩/০৮/২০১৬ইং। প্রসজ্ঞত যে, কানাইঘাট থানায় যোগদানের পর থেকে এস.আই জুনেদ আহমদ নিয়মিত বিভিন্ন মামলার আসামী গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধারে সফলতা অর্জন করেছেন। সম্প্রতি বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেফতারে ভূমিকা রাখায় সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান তাকে পুরস্কৃত করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়