Friday, August 19

চট্টগ্রামে আনসারুল্লাহর সন্দেহভাজন তিন সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে আনসারুল্লাহর সন্দেহভাজন তিন সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রও রয়েছে।

বৃহস্পতিবার নগরীর পাঠানটুলি, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. ফরহাদ, মো. এমরান ও আহমেদ হোসেন রনি ওরফে রুবেল।

এদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। আর এমরান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও রুবেল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে নাজমুল হাসান জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতবাদের বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

নাজমুল হাসান আরো জানান, শুক্রবার নগর পুলিশের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়