Wednesday, August 10

নিহত চার পুলিশের পরিবার পেল ৯০ লাখ টাকা

নিহত চার পুলিশের পরিবার পেল ৯০ লাখ টাকা

কানাইঘাট নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদের হত্যা করছে। নিহত জঙ্গিদের পিতারা জাতির কাছে ক্ষমা চেয়েছে। তাদের লাশও কেউ নিতে চাইছেনা। জঙ্গিবাদে যারা জড়িত তারা ফিরে আসতে চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করব।

আজ বুধবার গুলশানের হলি আর্টিজান বেকারীতে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দেয়ার সময় এসব কথা বলেন আইজিপি।

পুলিশ প্রধান বলেন, আগস্ট শোকের মাস, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরো শ্রদ্ধা জানাচ্ছি শহীদ চার পুলিশ সদস্যদের প্রতি। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান সবাই জানে। পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে তারা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ বড় করে দেখে। নিহত পুলিশ সদস্যরা আমাদেরকে ঋণী করে গেছেন। অনুদানের মাধ্যমে জীবনের মূল্যায়ন হয়না। সামন্য কিছু অনুদান দিয়ে ঋণের বোঝা কিছুটা কমাতে চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, শহীদদের পরিবারের সদস্যদের পুলিশের যে কোন অনুষ্ঠানে দাওয়াত দিতে হবে। তাদের স্মৃতি ধরে রাখার জন্য যা করার আমরা তাই করব। রবিউলের স্ত্রী সুস্থ হলে তার একটি সিভি দিলে আমরা মধুমতি ব্যাংকে একটা চাকুরির চেষ্টা করব।

গত ১ জুলাই গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারীতে জিম্মি উদ্ধার অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জেষ্ঠ সহকারী কমিশনার মো. রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান নিহত হন। এছাড়া ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদগাহে নিরাপত্তার দায়িত্বপালনকালে জঙ্গি হামলায় নিহত হন কিশোরগঞ্জ জেলার কনেস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম।

আজ নিহত জেষ্ঠ সহকারী কমিশনার মো. রবিউল কমিরের মা করিমন নেছাকে ৫ লাখ টাকা ও তার স্ত্রী উম্মে সালমার বাবা মো. শাহ আলমকে ১৫ লাখ টাকা, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন খানের স্ত্রী রেমকিকে ২০ লাখ টাকা, কনেস্টেবল আনছারুল হকের স্ত্রী নুরুন নাহার বেগমকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে ৭ লাখ টাকা ও তার মা রাবেয়া আক্তারকে নগদ ৫০ হাজার টাকা সহ সাড়ে ৭ লাখ টাকা এবং কনেস্টেবল মো. জহিরুল ইসলামের মা জুবেদা খাতুনকে ১৫ লাখ টাকাসহ মোট ৯০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

পুলিশ প্রধান তাদের হাতে অনুদানের অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন। আজ পুলিশের পক্ষ থেকে এসব পরিবারকে ৭০ লাখ টাকা এবং মধুমতি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়