কানাইঘাট নিউজ ডেস্ক:
বেশিরভাগ নারীরাই তেলাপোকা বা আরশোলা দেখে ভয় পান। তবে সেটি কোনো বিষয় না
কিন্তু কি করে আরশোলাকে ঘর থেকে তাড়ানো যায় সেটিই মূখ্য বিষয়। যারা
রান্নাঘরে বা বাথরুমে ঝাঁক বেঁধে থাকে? বা, দিব্য বছরের পর বছর কাটিয়ে দেয়,
নাড়াচাড়া না-পড়া বইয়ের সেলফে?
আরশোলা তাড়াতে নিশ্চিতভাবেই আপনি বাজারচলতি কোনো স্প্রে ব্যবহার করেন। কিন্তু, আপনি যে স্প্রে-ই ব্যবহার করুন, তাতে আরশোলা মরলেও আপনার স্বাস্থ্যের ঝুঁকি থাকে। বিশেষত, যখন রান্নাঘরের আরশোলা তাড়াবেন, তখন এ ধরনের স্প্রে ব্যবহার অনুচিত। তা হলে কী করবেন?
সমস্যার সমাধান আপনার হাতের কাছেই। কিছুই না, শশা থাকলেই কেল্লাফতে। আরশোলা পালানোর পথ পাবে না। পকেটের পক্ষেও সাশ্রয়ী। আবার স্বাস্থ্যের পক্ষেও নিরাপদ।
কিভাবে ব্যবহার করবেন শশা? কিছুই না, কোনো হ্যাপাই নেই। জাস্ট কয়েক টুকরো শশা কেটে ফেলুন। বাড়িতে অ্যালুমিনিয়ামের ফয়েল আছে? যদি. থাকে, তা হলে, অ্যালুমিনিয়ামের ফয়েলও কয়েক টুকরো কেটে নিন। রান্নাঘর ছাড়াও ঘরের যেখানে যেখানে আরশোলা চোখে পড়ছে, সেখানে ওই শশার টুকরো অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে দিন।
দেখবেন, কয়েক মিনিটের মধ্যে আরশোলা আপনার ঘর ছেড়ে পালাবে। আর যদি ফয়েল না থাকে? চিন্তার কোনো কারণ নেই। অ্যালুমিনিয়ামে খালি ডিব্বা বা ক্যান থাকলে, একই ভাবে তাতে শশা দিয়ে রেখে দিন। আরশোলাকে বাই বাই করুন।
আর কিছুই না। অ্যালুমিনিয়াম ফয়েল বা পাত্রে শশার টুকরো রাখলে যে গন্ধ বেরোয় সেটিও সহ্য করতে পারে না আরশোলা। অতএব...। আরশোলা তাড়াতে একবার পরীক্ষা করে দেখতেই পারেন।
আরশোলা তাড়াতে নিশ্চিতভাবেই আপনি বাজারচলতি কোনো স্প্রে ব্যবহার করেন। কিন্তু, আপনি যে স্প্রে-ই ব্যবহার করুন, তাতে আরশোলা মরলেও আপনার স্বাস্থ্যের ঝুঁকি থাকে। বিশেষত, যখন রান্নাঘরের আরশোলা তাড়াবেন, তখন এ ধরনের স্প্রে ব্যবহার অনুচিত। তা হলে কী করবেন?
সমস্যার সমাধান আপনার হাতের কাছেই। কিছুই না, শশা থাকলেই কেল্লাফতে। আরশোলা পালানোর পথ পাবে না। পকেটের পক্ষেও সাশ্রয়ী। আবার স্বাস্থ্যের পক্ষেও নিরাপদ।
কিভাবে ব্যবহার করবেন শশা? কিছুই না, কোনো হ্যাপাই নেই। জাস্ট কয়েক টুকরো শশা কেটে ফেলুন। বাড়িতে অ্যালুমিনিয়ামের ফয়েল আছে? যদি. থাকে, তা হলে, অ্যালুমিনিয়ামের ফয়েলও কয়েক টুকরো কেটে নিন। রান্নাঘর ছাড়াও ঘরের যেখানে যেখানে আরশোলা চোখে পড়ছে, সেখানে ওই শশার টুকরো অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে দিন।
দেখবেন, কয়েক মিনিটের মধ্যে আরশোলা আপনার ঘর ছেড়ে পালাবে। আর যদি ফয়েল না থাকে? চিন্তার কোনো কারণ নেই। অ্যালুমিনিয়ামে খালি ডিব্বা বা ক্যান থাকলে, একই ভাবে তাতে শশা দিয়ে রেখে দিন। আরশোলাকে বাই বাই করুন।
আর কিছুই না। অ্যালুমিনিয়াম ফয়েল বা পাত্রে শশার টুকরো রাখলে যে গন্ধ বেরোয় সেটিও সহ্য করতে পারে না আরশোলা। অতএব...। আরশোলা তাড়াতে একবার পরীক্ষা করে দেখতেই পারেন।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়