Wednesday, August 17

আইএসের দখল থেকে সির্ত শহর ‘পুনরুদ্ধার’

আইএসের দখল থেকে সির্ত শহর ‘পুনরুদ্ধার’

কানাইঘাট নিউজ ডেস্ক: আইএস ও লেভান্ট (আইএসআইএল) গ্রুপের দখল থেকে লিবিয়ার সির্ত শহর মুক্ত করার কাছাকাছি রয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিকভাবে সমর্থিত লিবিয়ার সরকারি বাহিনী। লিবিয়ার প্রধান দুইটি উপকূলীয় শহর আইএস মুক্ত করার পর এ তথ্য জানান সরকারি বাহিনী।

মিসরাতা শহরের যোদ্ধারা জানান, তারা গতকাল মঙ্গলবার দুইটি জেলা আইএসের দখল থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে এবং আরেকটি প্রায় উদ্ধার করার পথে।

সরকারপন্থী বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে জানান, দুইটি জেলা ইতোমধ্যে স্বাধীন হয়েছে। এছাড়া প্রতিবেশি জেলাও সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের বাহিনী আইএসের প্রচণ্ড বিরোধিতা মেকাবেলা করতে সক্ষম হয়েছে।

দেশটির পশ্চিমের শহর মিশরাতা থেকে সির্ত পর্যন্ত অঞ্চল জঙ্গিমুক্ত হয়েছে বলে দাবি করে সরকারি বাহিনী। ২০১৫ সালে সির্তের দখল নেয় আইএস।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়