Saturday, August 13

সিরিয়ার মানবিজ থেকে বিতাড়িত হলো আইএস

সিরিয়ার মানবিজ থেকে বিতাড়িত হলো আইএস

কানাইঘাট নিউজ ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সিরিয়ার মানবিজ শহর যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বিদ্রোহী দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে।

শুক্রবার এসডিএফ-ভুক্ত মানবিজ মিলিটারি কাউন্সিলের মুখপাত্র শারফান দারবিশ এ খবর জানিয়েছেন।

শারফান দারবিশ বলেন, “শহরটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে, তারপরও আমরা শহরটিতে চিরুণি অভিযান চালাচ্ছি।” শহরটিতে ঘাপটি মেরে থাকা জঙ্গিদের ‘স্লিপার সেল’ এখনো একটি হুমকি হয়ে রয়েছে বলে জানান তিনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরীয় এ শহরটি আইএসের দখল থেকে মুক্ত হওয়ায় তুর্কি সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ হারালো আইএস। এতে ইউরোপের সঙ্গে আইএসের যোগাযোগ পথও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

আইএসের অবশিষ্ট জঙ্গিরা চলে যাওয়ার পর শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে চিরুণি অভিযান শুরু করেছে এসটিএফের যোদ্ধারা। অভিযানকালে আইএসের জঙ্গিদের হাতে জিম্মি হয়ে থাকা দুই হাজার বেসামরিককে মুক্ত করেছে তারা।

এসডিএফকে শহরটির নিয়ন্ত্রণ নিতে দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে সহায়তা করে। এসডিএফ গেল সপ্তাহে জানিয়েছিল, তারা মানবিজের উপর প্রায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। যদিও শহরের কেন্দ্রস্থলে প্রায় ১০০ জন আইএস জঙ্গি অবস্থান নিয়ে ছিল। তারা স্থানীয় বেসামরিক বাসিন্দাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। জিম্মি বেসামরিকদের কেউ কেউ পালানোর চেষ্টাকালে তাদের হত্যা করেছে আইএস জঙ্গিরা।

মে মাসে শুরু হওয়ার এসডিএফের এই অভিযানের লক্ষ্য ছিল তুর্কি সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আইএসকে হটিয়ে দেওয়া। এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

মানবিজ ও তুর্কি সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া আইএসের জন্য একটি বড় ধরনের বিপর্যয়। এতে তুরস্ক হয়ে গোষ্ঠীটিতে যোগ দিতে ইচ্ছুক বিদেশি যোদ্ধাদের আসা বাধাগ্রস্ত হবে এবং তুর্কি সীমান্ত হয়ে আসা রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়