কানাইঘাট নিউজ ডেস্ক:
শনিবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনিপ
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক অফিসে রাত
পৌনে নয়টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় ১১টা পর্যন্ত।
বৈঠকে অংশ নেওয়া ন্যাশনাল পিপলস পার্টির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বৈঠক প্রসঙ্গে বিডিলাইভকে বলেন, জাতীয় ঐক্য, নেত্রীর হজ পালনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে বা অাগামী মাসের প্রথম সপ্তাহে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন, তারপর তিনি পবিত্র হজ পালন করবেন। হজ পালন শেষে দেশে ফিরে জাতীয়ন কনভেনশন করবেন।’
জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, এটা আমারা ম্যাডামের ওপর দায়িত্ব দিয়েছি। ম্যাডাম বঙ্গবীর কাদের সিদ্দিকিসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন। পরবর্বতী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন কর্মসূচির বিষয়ে অালোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।’
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে জামায়াত নেতা আব্দুল হালিম, বিজেপি সভাপতি অানদালিব রহমান পার্থ, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপি সভাপতি অলি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া ন্যাশনাল পিপলস পার্টির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বৈঠক প্রসঙ্গে বিডিলাইভকে বলেন, জাতীয় ঐক্য, নেত্রীর হজ পালনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে বা অাগামী মাসের প্রথম সপ্তাহে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন, তারপর তিনি পবিত্র হজ পালন করবেন। হজ পালন শেষে দেশে ফিরে জাতীয়ন কনভেনশন করবেন।’
জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, এটা আমারা ম্যাডামের ওপর দায়িত্ব দিয়েছি। ম্যাডাম বঙ্গবীর কাদের সিদ্দিকিসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন। পরবর্বতী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন কর্মসূচির বিষয়ে অালোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।’
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে জামায়াত নেতা আব্দুল হালিম, বিজেপি সভাপতি অানদালিব রহমান পার্থ, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপি সভাপতি অলি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়