কানাইঘাট নিউজ ডেস্ক:
চীনের হুনান প্রদেশের জাংজিয়াজিতে স্থাপিত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও উঁচু কাঁচের ব্রিজটি আগামী ২০ আগস্ট(শনিবার) চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে।খবর চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিপলস ডেইলির।
প্রতিবেদনে বলা হয়, ব্রিজটির দৈর্ঘ্য ৪৩০ মিটার, প্রস্থ ছয় মিটার। ব্রিজটি তৈরিতে তিন স্তর বিশিষ্ট ৯৯টি স্বচ্ছ কাঁচের খণ্ড ব্যবহার করা হয়েছে। ভূমি থেকে ৩০০ ফুট উঁচুতে দুই পাশে খাড়াখাড়ি দুইটি পিলারের সঙ্গে ঝুলিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে ব্রিজের চমৎকার নকশা এবং নির্মাণশৈলীর কারণে দশটি বিভাগে বিশ্বরেকর্ড স্থাপন করেছে।
ব্রিজ ব্যবস্থাপনা কমিটি জানায়, প্রতিদিন সর্বোচ্চ আট হাজার দর্শণার্থী ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবেন।তবে ব্রিজটি পরিদর্শন করতে চাইলে কমপক্ষে একদিন আগে অনুমতি নিতে হবে।
ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। ব্রিজটির দৃঢ়তা পরীক্ষার জন্য জুলাই মাসে দুই টন ওজনের একটি ট্রাকের উপর দিয়ে পারাপার হয়।
জাংজিয়াজির গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে ২০১৫ সালে ১২ লাখ পর্যটক ভ্রমণে এসেছিল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়