Wednesday, August 31

কানাইঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা মৎস অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে বিল নার্সারী স্থাপন প্রকল্পের আওতায় কানাইঘাটের উন্মুক্ত জলাশয় নকলা ও আন্দু জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার নকলা উন্মুক্ত জলাশয়ে ২ লক্ষ টাকা মূল্যেল ৬৭৮ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল ইসলাম, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, কানাইঘাট পৌরসভার কাউন্সিলার তাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, মৎস্য অফিসের সহকারী হানিফ আহমদ ও মাছের ঠিকাদার ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন। এর আগে গত সোমবার আন্দু নদী জলাশয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়