Thursday, August 11

মুস্তাফিজের এক চোটেই চিকিৎসা খরচ সাড়ে ১৪ লাখ টাকা!

মুস্তাফিজের এক চোটেই চিকিৎসা খরচ সাড়ে ১৪ লাখ টাকা!

কানাইঘাট নিউজ ডেস্ক: ইংল্যান্ডে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পান মুস্তাফিজুর রহমান। সেই চোটেরই অস্ত্রোপচার হবে কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে। এক চোটের চিকিৎসাতেই খরচ পড়ছে প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা!

আজ স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সেই চোটেরই অস্ত্রোপচার হবে কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে। শুরু থেকে অস্ত্রোপচার পর্যন্ত মুস্তাফিজের পেছনে মোট খরচ হচ্ছে প্রায় সাড়ে ১৪ হাজার পাউন্ড।

চিকিৎসার পুরো খরচই অবশ্য বিসিবিকে বহন করতে হচ্ছে না। সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় তাদের হয়ে খেলতে গিয়েই চোট পান মুস্তাফিজ। শুরুর দিকের খরচগুলো তাই বহন করেছে ইংলিশ কাউন্টির এই ক্লাবটি।

একটি সূত্রে জানা গেছে, চোট পাওয়ার পর মুস্তাফিজের প্রথম এমআরআই বাবদ ৮৫০ পাউন্ড, দ্বিতীয় এমআরআইয়ের ১ হাজার পাউন্ড এবং বিশেষজ্ঞ শল্যবিদ টনি কোচারের ভিজিট হিসেবে আরও ১ হাজার পাউন্ড দিয়েছে সাসেক্স। এরপর থেকেই বাঁ হাতি এই পেসারের চিকিৎসার সব খরচ বহন করছে বিসিবি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়