Monday, August 22

আত্মঘাতী হামলায় ভয়ংকর কোমলমতী (ভিডিও)


কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী ১২ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে, যার শরীরে সু্ইসাইড বেল্ট বাঁধা ও কাছে ডেটোনেটর ছিল। খবর ডেইলি মেইলের। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের শহর কিরকুকের রাস্তা থেকে রোববার তাকে আটক করা হয়। এ সময় তার শরীরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি এবং পিঠে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসি লেখা ছিল। আটকের পর সে কান্না শুরু করে দেয়। নিরাপত্তা বাহিনীর ধারণা, জঙ্গিগোষ্ঠী আইএস এখন আত্মঘাতী হামলার ক্ষেত্রে শিশুদের ব্যবহার করছে। রোববার কিরকুকের দুটি জায়গায় এ ধরনের আত্মঘাতী হামলার ঘটনাও ঘটেছে, যাতে অন্তত তিনজন আহত হয়েছে। দ্য কুর্দিশ মিডিয়া গ্রুপ 'রুড' সুইসাইড বেল্ট বাঁধার সময় আটক ওই কিশোরের ভিডিও প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, কিশোরটি একটি শিয়া মসজিদে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল, যেটি সে স্বীকার করেছে। চলতি বছর আইএস আরবি হরফে 'বাচ্চাদের খেলাফত' নামে অস্ত্র বহনের কৌশল সংক্রান্ত একটি কার্টুন প্রকাশ করে। সেখানে তারা ট্যাংক, আগ্নেয়াস্ত্র ও তরবারির ছবি ব্যবহার করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়