Friday, August 12

বন্য হাতিটির নতুন নাম 'বঙ্গ বাহাদুর'


কানাইঘাট নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে হাতিটি চেতনা ফিরে পেয়ে স্বাভাবিক হয়। শুক্রবার ভোরের দিকে হাতিটি পায়ের রশি ছিঁড়ে পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় ফের হাতিটিকে উদ্ধার করে শেকল ও মোটা রশি দিয়ে বড় একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় হাতিটির একটি নাম দেয়া হয়েছে। হাতিটির নাম দেওয়া হয়েছে বঙ্গ বাহাদুর। বন বিভাগের উদ্ধারকারী দলের প্রধান ও বাংলাদেশ নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ডক্টর তপন কুমার দে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ জুন ভারতীয় এই বন্য হাতিটি বন্যার পানিতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে। প্রায় দেড়মাস যাবত এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটি উদ্ধারে গত ৪ আগস্ট ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ আগস্ট থেকে টানা তিনদিন তারা উদ্ধারের চেষ্টা চালায়।

হাতিটিকে ডাঙ্গায় ভেড়াতে না পারায় ৮ আগস্ট তারা দেশে ফিরে যান। পরে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে ট্রাঙ্কুলাইজার বন্দুক থেকে ডার্ট ছুড়ে অচেতন করা হয় হাতিটিকে। এ সময় হাতিটি পানিতে পড়ে যায়। এরপর পাঁচ টনের বেশি ওজনের হাতিটিকে জলাশয় থেকে টেনে তোলে কয়েকশ মানুষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়