ঢাকা : দুই বছর আগে অভিষেক হলেও জাতীয় দলে মোটেও নিয়মিত হতে পারছেন না লেগ স্পিনার যুবায়ের হোসেন লিখন। এপর্যন্ত ৬ টেস্টে নিযেছেন ১৬ উইকেট। আর ৩ ওয়ানডেতে নেন ৪ উইকেট।
তবে পুরানো এই পরিসংখ্যানকে পাত্তা না দিয়ে সামনে চোখ রাখছেন এ লেগি। আসন্ন ইংল্যান্ড সিরিজে দলে স্থান পাওয়ার স্বপ্ন তার চোখে মুখে, বিশেষ করে টেস্ট সিরিজে। দলে জায়গা হলে আগের চেয়ে ভালো কিছু করতে পারবেন বলে আত্মবিশ্বাসীও লিখন।
সোমবার মিরপুরে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন,‘জাতীয় দলে জায়গা হবার পর চেষ্টা ছিল নিজের বোলিংয়ের উন্নতি করা। স্কিল আরও বাড়িয়ে নেওয়া। আমার হাতে অনেক ভেরিয়েশন আছে। এ কারণে স্ট্রোক বলে কিছুটা সমস্যা হচ্ছে। এ নিয়ে কাজ করছি। সত্যি কথা বলতে অভিজ্ঞতা একটা বড় জিনিস। আস্তে আস্তে সবার সঙ্গে কথা বলছি। উন্নতিও হচ্ছে। ভবিষ্যতে আরও ভালো করব। ’
অভিজ্ঞতাকে সবচেয়ে বিষয়। আর গত ক’য়েক বছরে যেটা অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছেন বলে মনে করেন। লিখন বললেন,‘ জাতীয় দলে ঢোকার সময়, খুব বেশি ঘরোয়া লিগ খেলা হতো না। কিন্তু এখন অনেক ক্রিকেট হয়। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, বিসিএল-এ খেলেছি। এবার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। আগেরবার জাতীয় দলে শূন্য অভিজ্ঞতা নিয়েমাঠে নেমেছিলাম। চেষ্টা থাকবে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর। সামনে আরও অনেক টাইম আছে। লেগ স্পিনারদের অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। আমি এখনও শিখছি।’
অনেকদিন পর খেলতে নামবেন। এটা বাড়তি চাপ কিনা-এমন প্রশ্নে লিখন বলেন, ‘কোনও সমস্যা হবে বলে মনে করি না। কিছুদিন আগে প্রিমিয়ার লিগ খেলেছি আমরা। এখন ক্যাম্প করছি। ব্যক্তিগতভাবেও মুশফিক ভাইয়ের সঙ্গে বাড়তি অনুশীলন করছি। অনেক আগের থেকেই আমি, তাইজুল ভাই এবং মুশফিক ভাই আলাদা ভাবে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। মুশফিক ভাইয়ের পরামর্শ নিচ্ছি। আশা করি ভালো কতে পারব।’
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়